মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে প্রথমবারের মতো লাইভ বেকারী প্রতিষ্ঠা করে সফল হয়েছেন মো. মসিউর রহমান। উপজেলার নহাটা ইউনিয়নের ইন্দ্রপুর গোরস্থান মার্কেটে তিনি প্রতিষ্ঠা করেছেন “হুমাইরা লাইভ বেকারী”।

স্বত্বাধিকারী মসিউর রহমান জানান, এলাকার মানুষের চাহিদা ও আধুনিকতার কথা চিন্তা করে তিনি স্বাস্থ্যসম্মত পরিবেশে এ উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে আধুনিক ওভেন এবং দক্ষ কারিগরের মাধ্যমে নিয়মিতভাবে ৪০ থেকে ৫০ ধরনের উন্নত মানের খাবার প্রস্তুত করা হচ্ছে।

বেকারীটিতে প্রতিদিন তৈরি হচ্ছে পিজ্জা, বার্গার, জন্মদিন ও বিবাহবার্ষিকীর কেক, পেটিস, বিস্কুটসহ বিভিন্ন মুখরোচক খাবার। ক্রেতারা মাত্র ১০ মিনিটের মধ্যে গরম ও তাজা খাবার সংগ্রহ করতে পারছেন।

স্থানীয়রা জানান, এ উদ্যোগের ফলে মহম্মদপুরের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হয়েছে।এখন মানসম্মত খাবারের জন্য আর বাইরে যেতে হচ্ছে না।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)