ঝিনাইদহ প্রতিনিধি : যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে। আগামীতে যুবকরায় আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা জামায়াতের আমীর এ এস এম মতিউর রহমান। আজ সোমবার বিকালে শৈলকূপা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে যুবকরা সব থেকে বড় শক্তি। সম্মেলনে অংশ নেয়া সবারকে এখন থেকেই ভোটের মাঠে নেমে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

শৈলকুপা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সস্মেলনে আরও উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর জামায়াতে আমীর তুরাবুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগ শৈলকুপার সভাপতি মাসুউদুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পৌর যুব জামায়াত সভাপতি কাজি সুমন, সাধারণ সম্পাদক সাদাত হুসাইন খানসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)