সামাজিক অবক্ষয় রোধে চাটমোহরে মা সমাবেশ

চাটমোহর প্রতিনিধি : সামাজিক অবক্ষয় রোধে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে পাবনার চাটমোহরে মা সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি ও হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক মতিউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক, মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা সোহেল রানা, ছহির উদ্দিন স্বপন, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, প্রাক্তন শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ। উক্ত মা সমাবেশে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।
(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)