কোটি টাকা আত্মসাৎ, সাইদ শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সি এন্ড বি ঘাট বন্দর এলাকায় অবস্থিত সুপরিচিত পরিবহন প্রতিষ্ঠান লাকি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী মো. সাইদ শেখের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি বিষয়টি আদালতে অভিযোগ দায়ের করেছে।
লাকি ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান জানান, অভিযুক্ত সাইদ শেখ (৪১) দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন। কিন্তু ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত তিনি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৭ লাখ ২৭ হাজার ৪১৩ টাকা আত্মসাৎ করেন। সাইফুলের এ ধরনের অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি আদালতে উত্থাপন করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে সাইদ ট্রান্সপোর্টের আয়-ব্যয়ের হিসাব গোপন রেখে নিয়মিত অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের শ্রমিকদের নিকট থেকে ট্রিপ বাবদ সংগৃহীত অর্থও তিনি আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ হিসেবে আদালতে মামলাও দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে অভিযুক্ত সাইদ শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি লাকি ট্রান্সপোর্টে চাকরি করার সময় কোম্পানির টাকা আত্মসাৎ করিনি। পারিবারিক সমস্যার কারণে চাকরি ছেড়ে দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
প্রতিষ্ঠানটির দাবি, সাইদের অনিয়মের কারণে প্রতিষ্ঠান আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে তারা।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)