জামালপুরে মাদকবিরোধী আলোচনা সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে মাদক ও তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।
সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও দেশকে নষ্ট করে তামাক ও মাদক। মাদকের ভয়াবহ কুফল ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এ থেকে সমাজের সুশীল ব্যক্তিবর্গসহ পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করতে হবে। মাদকমুক্ত হলেই পরিবার ও সমাজে শান্তি আসবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীসহ বিএনসিসি প্লাটুন, রোভার স্কাউট ও সরকারি আশেক মাহমুদ কলেজ রেড ক্রিসেন্টের সদস্যরা।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)