স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগসহ ৬টি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) একটি দায়িত্বশীল সূত্রে জানায়, কমিশনের স্বাক্ষর শেষে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। 

জানা গেছে, ২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ৬টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ইতোমধ্যে এসব দলকে নিবন্ধন দিতে সুপারিশ করে ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম শেষ হয়ে রোববার (২১ সেপ্টেম্বর) নথিতে স্বাক্ষর করা হয়েছে। আজ (সোমবার) কমিশনের অনুমোদনের জন্য ফাইল উপস্থাপন করা হবে। কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বা বিয়োজন করতে পারবে।

কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর আপত্তির বিষয়ে শুনানির জন্য ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর প্রতিক নির্ধারণ করে চূড়ান্ত তালিকা জানিয়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এর আগে, ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। প্রথম ধাপে কোনো দলই শর্ত পূরণ না করায় সময় দিয়েছিল ইসি। পরবর্তীতে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত মাত্র ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত করা হয়। এই ২২টি দলের মধ্যে থেকেই ছয়টি দল নিবন্ধনের জন্য মনোনীত হয়।

আইন অনুযায়ী, কোনো দলকে নিবন্ধন পেতে হলে একটি কেন্দ্রীয় কমিটি, কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলায় জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। পাশাপাশি পূর্ববর্তী নির্বাচনে সংসদ সদস্য থাকা বা মোট ভোটের পাঁচ শতাংশ অর্জন করার শর্তও রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৫১। নতুন ছয়টি দল নিবন্ধন পেলে মোট নিবন্ধিত দল দাঁড়াবে ৫৭টি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)