লোহাগড়ার বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন করলেন জেলা প্রশাসক শারমিন আক্তার

রূপক মুখার্জি, নড়াইল : আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের লক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
আজ সোমবার বিকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা প্রথমে ইতনা, কুন্দশী এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ লোহাগড়া পৌর কমিটির সভাপতি কিশোর রায়, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রূপক মুখার্জিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পূজা মন্ডবের স্বেচ্ছাসেবকদের খোঁজ-খবর নেন এবং নির্বিঘ্নে দূর্গা পূজা উদযাপনের জন্য নির্দেশনা দেন।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)