গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও সুধিজনদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতাজারাব সালেহীন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, প্রেসক্লাবের আহবায়ক ও বরিশাল জেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন শরিফ, পৌর জামায়াতের সেক্টেটারী মো. হাফিজুর রহমান, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান সহ অন্যান্যরা।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, তবে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে’।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৫)