রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর কোতয়ালি থানা এলাকায়  র‌্যাব-১০ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সজিব খন্দকার (৩৬) নামে মাদক মামলায় সাজা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামি গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত নয় টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরের দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার সজিবের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল (২২ সেপ্টেম্বর) রাত অনুমান ৮ টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১০ ও সেনাবাহিনী এর যৌথ আভিযানিক দল *ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা মাস্টার কলোনী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর নং- ৩০৮/১৯ (কোতয়ালি), ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সজিব খন্দকার (৩৬), পিতা- সালাম খন্দকার, সাং- বঙ্গেরস্বরদী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় আরও ০৪ (চার) টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৫)