মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সজিব শিকদার গ্রেফতার

দিলীপ চন্দ ফরিদপুর : ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সজিব শিকদার (২৫)কে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফরিদপুর কোতয়ালী থানাধীন নদী গবেষণা ইনস্টিটিউট এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত সজিব শিকদারের বিরুদ্ধে ফরিদপুর জেলার জিআর নং- ২৮৬/১৭, দায়রা নং- ৮২/১৮, মামলা নং- ০৪, তারিখ- ০২/০৬/২০১৭, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর ৯(খ)/২৫ অনুযায়ী আদালতের ৫ বছরের সাজা পরোয়ানা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব শিকদার স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার নিশ্চিত করেছেন।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৫)