কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : একটি ক্যামিক্যাল  কোম্পানির গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরেন ফায়ার সার্ভিসের পরিদর্শক শামীম আহম্মেদ। তার বয়স অনুমান ৪০ বছর।

জানা যায় গাজীপুরের টঙ্গী উপজেলা টঙ্গী এলকার ক্যামিক্যাল কোম্পানীর গোডাউনে ভয়াবহ অগ্নিকান্‌ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে শামীম আহমেদ রুবেল মঙ্গলবার ছুটে যান সেখানে।কিন্ত দায়িতপালন করতে গিয়ে শামীম অগ্নিদ্বগদ্ধ হন।পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে মঙ্গলবারই ভতি করা হয়।

শামীমের বাল্যবন্ধু ডাঃ জাহাঙ্গীর আলম জানান,গুরতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালের বার্নইউনিটে ভর্তি করা হয়।

মঙ্গলবার বেলা ২ টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যঁর কোলে ঢল পরে। শামীম এক ছেলে ও দুইকন্যাসন্তান রেখে গেছেন।

তারঁ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এক শোকের ছায়া নেমে আস। শামীমের গ্রামের বাড়ি কেন্দুয়া উপলেলার মাসকা ইউনিউনের পিজাহাতী গ্রামে।

(এসবিএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৫)