বিপুল কুমার দাস, রাজৈর : ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগে লুকানো অবস্থায় ২১ বছর বয়সী সাগর বালা ওরফে অভির খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হয়েছে।

ভিকটিম অভি বাংলাদেশের মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা এলাকার কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে। গত দুই বছর ধরে স্পোলেটোতে বসবাস করছিলেন তিনি। যেখানে তিনি রেস্টুরেন্টে কাজ করতেন।

ইতালির পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহটি টুকরো টুকরো করা হয়েছে। ইতালির পুলিশ অভির নিখোঁজ দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

অভি মুলত কয়েকদিন ধরে তার আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ছিলেন। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।

তদন্তকারীরা স্থানীয় নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। অপরাধের ধরণ এবং দেহকে খণ্ড-বিখণ্ড করার কারণে এলাকায় ব্যাপক আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে।

নিহত অভির মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার বাড়িতে গিয়ে জানায় যায়, অভি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাইপো প্রবাসী মিঠুন তালুকদার এখবর বাড়িতে দিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অভির বাবা কুমুদ বালা জানান, আমার ছেলেকে যারাই মেরেছে তাদের শাস্তি চাই ও আমার একমাত্র ছেলের মরদেহ বাংলাদেশের ফিরিয়ে আনার জন্য ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি আমার।

(বিডি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)