পাংশা উপজেলা প্রশাসন কর্মকর্তাদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রতিদিন রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা একাধিক টিম রাতের বেলায় বিভিন্ন মন্দির পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
গতকাল মঙ্গলবার রাতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম পৃথক দুটি টিমে উপজেলার পাট্টা ও মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিজুল ইসলাম, জহুরুল হক, মন্দির কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, "শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রশাসন সজাগ রয়েছে। সার্বিক বিষয়ে আমরা খোঁজখবর রাখছি, আশা করি শান্তিপূর্ণভাবে আমরা এই ধর্মীয় উৎসব শেষ করতে পারব।"
(একে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)