সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহলের দাবিতে বুধবার থেকে আবারো দুই দিনব্যাপী জেলা ও উপজেলার ১০টি নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট শুরু করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট দুপুর একটায় শেষ হয়। বাগেরহাট জেলা সদরসহ  নয়টি উপজেলায়ও শান্তিপূর্ণ ভাবে সর্বাত্মক নির্বাচন অফিসে সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বৃহস্পতিবারও বাগেরহাট জেলা সদর ও উপজেলার ১০টি নির্বাচন অফিসের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করার কর্মসূচি রয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির। পাশাপাশি একই দাবিতে বিএনপি-জামাতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলাব্যাপী চালাচ্ছে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। ফলে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে পারেনি। ফলে আধাবেলা বন্ধ থাকে জেলার নির্বাচন অফিসগুলোর দৈনন্দিক কর্মকান্ডসহ নাগরিক সেবা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, দুর্গাপূজার কারণে হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও এখন থেকে জেলার সব নির্বাচন অফিসের সামনে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও জেলাব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে দুর্গা পূজার পর লাগাতর হরতাল ও মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি জামায়ত এনসিপিসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি আন্দোলন শুরু করে। চার সংসদীয় আসন বহালের দাবিতে তারা নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিলেও ৪ সেপ্টেম্বর ইসির প্রস্তাবিত সীমানা সম্পূর্ন পাল্টে দিয়ে তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এরপর থেকে বিএনপি, জামায়তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ক্ষুব্দ নেতাকর্মীরা সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সকাল-সন্ধ্য হরতাল, মহাসড়ক আবরোধ, জেলার সব সরকারি অফিস বন্ধ, সব নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করে জেলাব্যাপী লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছে।

স্বাধীনতার পর থেকে বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) নামে জেলায় চারটি সংসদীয় আসন থাকলেও ইসি বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে ৩টি করার গ্রেজেট প্রকাশ করে। চূড়ান্ত গেজেট বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নামে তিনটি সংসদীয় আসনে বিন্যাস করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)