সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে শিশু ও কিশোর-কিশোরী টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যমকর্মীদের জন্য জেলা পর্যায়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োাজনে এই কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বাগেরহাট গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, তথ্য কর্মকর্তা সাহা চন্দ্র শেখর, বাগেরহাট সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. রিয়াদুজজামান, সহকারি তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম বক্তব্য রাখেন। পরামর্শ কর্মশালায় বাগেরহাটে কর্মরত ৩৪জন গণমাধ্যমর কর্মী অংশ নেন।

আয়োজকরা জানান, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যর্ন্ত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই টিকা বিমামূল্যে পাওয়ার জন্য ৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের অনলাইনে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে পার্শ্ববর্তী নির্দিষ্ট টিকা দান কেন্দ্র নির্দিষ্ট দিনে টিকা গ্রহণ করতে পারবেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)