দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেছেন, একাধিক উগ্রবাদী শক্তি রাজনৈতিক পরিচয়ে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে চাইছে। ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে এসব শক্তি। তিনি সতর্ক করে বলেন, “এই উগ্রবাদী শক্তি যদি কখনো ক্ষমতায় আসে, তবে তারা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেবে।”

আজ বুধবার ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাখুন্ডা বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবলু। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে পিংকু বাখুন্ডা বাজারের ব্যবসায়ী ও দোকানিদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)