তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার শহরের হাজী লালমিয়া সিটি কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। 

‘কেবল সচেতনা তৈরীর মাধ্যমেই মাদকের আগ্রাসন প্রতিরোধ সম্ভব’ এমন বিষয়ের উপর ওই কলেজের ২টি বিতার্কিক দল অংশ নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করে। যুক্তি তর্কের লড়াই জমে ওঠে।
পরে মাদক বিরোধী শপথ গ্রহণ করে ওই কলেজের ৩শ’ শিক্ষার্থী। শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বিজয়ী ও রানার আপ দলের সদস্য এবং শ্রেষ্ঠ বক্তার হাতে পুরস্কারের ক্রেস্ট, জ্যামিতি বক্স, খাতা, কলম ও স্কেল তুলে দেন। এছাড়া ৩শ’ শিক্ষার্থীর মাঝে "মাদকে না বলুন" খচিত কলম, স্কেল ও লিফলেট বিতরণ করা হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)