আবীর আহাদ


নিউইয়র্ক, সেপ্টেম্বর ২০২৫। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউইয়র্ক সফর ঘিরে দেশি-বিদেশি অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। প্রশ্ন একটাই, এ সফরে বিএনপি কি আন্তর্জাতিক অঙ্গনে শক্তি সঞ্চয় করতে পেরেছে, নাকি ড. মুহাম্মদ ইউনুসের ছায়াতলে সীমাবদ্ধ থেকে ফায়দা তুলে দিয়েছে অন্যদের?

জাতিসংঘ অধিবেশনে বিএনপির জন্য সরাসরি বক্তব্য রাখার সুযোগ এখনো অনিশ্চিত। দলটি কেবল প্রান্তিক বৈঠক বা সাইডলাইন ইভেন্টে উপস্থিত থাকতে পারে। কিন্তু ক্ষমতাসীন না হওয়ায় বিএনপি আন্তর্জাতিক ফোরামে সমমর্যাদার অবস্থান পাচ্ছে না। কূটনৈতিক মহলের ভাষায়: এই সফরে বিএনপির চেয়ে বেশি আলো কুড়োবে অন্যরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের আসল ফায়দাভোগী বিএনপি নয়। বরং জামায়াতে ইসলামী, নবগঠিত এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) এবং ড. মুহাম্মদ ইউনুসই আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। ইউনুস স্পষ্টভাবে বার্তা ছড়িয়েছেন যে বিএনপি, জামায়াত ও এনসিপি তাঁর বগলতলে একাত্ম! এতে আন্তর্জাতিক মহলে তিনি প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. ইউনুসের বৈঠক এই সমীকরণকে আরও দৃঢ় করেছে। বৈঠকের পর বিএনপি কিছুটা আস্থা পেলেও সমালোচকদের মতে এর বিনিময়ে ছাত্রদলের ব্যর্থতা আড়াল করা হয়েছে, আর জামায়াতকে সামনে আনার এক ধরনের মিথ তৈরি হয়েছে। এতে বোঝা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিএনপি নয়, বরং জামায়াতকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানোর কৌশল চলছে।

এই সফরের পর বিএনপি কার্যত জামায়াত ও এনসিপির সমপর্যায়ে নেমে এসেছে। দলটি আর স্বাধীন কোনো চ্যালেঞ্জার নয়, বরং “ইউনুসপন্থী শিবিরের” অংশ হিসেবে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মহলে বিএনপির স্বতন্ত্র মর্যাদা ক্ষয় হচ্ছে- এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে এই সফরের তাৎপর্য প্রবল। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বিএনপি এর থেকে বড় কোনো রাজনৈতিক সুবিধা পাচ্ছে না। বরং জামায়াত ও এনসিপি আন্তর্জাতিক মহলে নিজেদের পরিচিতি বাড়িয়ে তুলছে। ফলে বিএনপি নেতৃত্বদানকারী দল নয়, বরং সহযাত্রী হিসেবে পরিচিত হচ্ছে।

সব মিলিয়ে নিউইয়র্ক সফর বিএনপির জন্য প্রত্যাশিত সাফল্য বয়ে আনতে পারেনি। বরং এর মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনুস নিজেকে সামনে দাঁড় করিয়েছেন, আর বিএনপি, জামায়াত ও এনসিপি তাঁর বগলতলে স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক মহলে তাই এখন নতুন এক ক্ষমতার সমীকরণ দেখা যাচ্ছে: যেখানে ইউনুস হচ্ছেন ফ্রন্টলাইন ফিগার, আর বিএনপি শুধু সহযাত্রী।

লেখক : মুক্তিযোদ্ধা লেখক ও বিশ্লেষক।