মহম্মদপুর প্রতিনিধি : প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সেপ্টেম্বর মাস ২০২৫ এর সভা সম্পন্ন হয়েছে। মাসিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে ও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা।

তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ক্রাইম নিউজসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সংবাদ প্রকাশের জন্য পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।

সভায় প্রেসক্লাবের ঐতিহ্য, গতিশীলতা, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্যরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং সর্বসম্মতিক্রমে বিভিন্ন প্রস্তাব অনুমোদন করেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৫)