মহম্মদপুরে বন্ধুত্বের টানে বিবাহহীন জীবন দুই বন্ধুর

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই বন্ধু। বন্ধুত্বের অটুট বন্ধন রক্ষায় আজও বিবাহবন্ধনে আবদ্ধ হননি তারা।
উপজেলার বাবুখালী ইউনিয়নের বাতিয়াদহ গ্রামের শ্যামল দত্ত (৫৬) ও বাশো গ্রামের গোলাম সারোয়ার (৫৮)—এই দুই বন্ধু যেন একে অপরের ছায়া। শ্যামলের বাবা মৃত গোপাল দত্ত এবং সারোয়ারের পিতা মৃত সাহাজ উদ্দিন মোল্লা। ভিন্ন ধর্ম, ভিন্ন পরিবার হলেও তাদের বন্ধুত্বের গল্প আজ এলাকায় কিংবদন্তি হয়ে উঠেছে।
কৈশোরে বাবুখালী আততাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েই শুরু হয় এই দুই তরুণের বন্ধুত্ব। তারপর থেকে একই পথচলা—একই স্বপ্নে গড়া জীবন। প্রায় চার দশক ধরে তারা একসাথে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। বাবুখালী বাজারে প্রতিষ্ঠা করেছেন "সেবা স্টোর" যেখানে রয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে শুরু করে বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিং সেবা। দোকানটিই এখন তাদের জীবনের মূল ঠিকানা।
শ্যামল দত্ত ও গোলাম সারোয়ার জানান, বিবাহ না করার পেছনে আসল কারণই হলো তাদের দীর্ঘদিনের সখ্য। ৩৭ বছরের ব্যবসা আর ২৮ বছরের একসাথে পথচলার মাঝে বিয়ের মতো সিদ্ধান্ত নেয়ার আর সুযোগ হয়নি। একসাথে বসবাস করতে করতে তারা একে অপরের প্রতি গড়ে তুলেছেন এক গভীর মায়া ও ভালোবাসা, যা পরিবারের গণ্ডিকে অতিক্রম করে বন্ধুত্বকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।
আজ বয়সের শেষ প্রান্তে এসে তারা গর্বের সাথেই বলেন—“আমরা বিয়ে করিনি, তারপরও এটাই আমাদের সুখ, শান্তি।”
স্থানীয়রা বলেন, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে দুই বন্ধুর এ বন্ধন আজ মহম্মদপুরে এক বিরল দৃষ্টান্ত। বন্ধুত্ব কেবল সম্পর্ক নয়, জীবনেরও একটি পূর্ণাঙ্গ রূপ—এ সত্যের জীবন্ত উদাহরণ শ্যামল দত্ত ও গোলাম সারোয়ার।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৫)