সালথায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সালথা প্রতিনিধি : উপজেলা পর্যায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
১৭ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় যোগারদিয়া উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়।
(এএন/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৫)