শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে চারটি উপজেলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় একটি বীরগঞ্জ উপজেলায় দুটি, খানাসামা উপজেলায় একটি  ও হাকিমপুর উপজেলায়একটি লাশ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই পাঁচটি মরদেহ পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহের দুটি টুকরো ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহের দু'টি টুকরো উদ্ধার করে। কিন্তু মাথা খুঁজে পায়নি। পুলিশ ধারণা করছে তাকে হত্যার পর টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পৌরএলাকার রেল স্টেশন রোডস্থ ফুলবাড়ী পোস্ট অফিসের সামনের একটি পুকুর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ওই নারীর এখনো পরিচয় শনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী রেল স্টেশন রোডস্থ ফুলবাড়ী পোস্ট অফিসের সামনের একটি পুকুরে ভাসমান নারীর দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে বীরগঞ্জ উপজেলা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মনো (৪৮) এবং নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে এক শিশু মুশফিকা জান্নাতের (৮) মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুকন্যার চাচা তরিকুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয় মুশফিকা। পরে পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে রাতে নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজিতে রাত আনুমানিক সাড়ে ২ টার দিকে ঢেপানদী থেকে লাশ উদ্ধার হয়।

অপরদিকে দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেনপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিতি সেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুব্রত হালদার মৃত্যুর বিষয়টি করেছেন।

অন্যদিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে নুরবানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের পালশা (পাঠানপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরবানু একই গ্রামের আলম সরকারের স্ত্রী।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৫)