চাটমোহর প্রতিনিধি : নৌকা বাইচের আদলে পাবনার চাটমোহরে কলার গাছ দিয়ে তৈরি ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে দুইদিন ব্যাপি ব্যতিক্রমী এই ৮ম ভেলা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। মহেলা গ্রামবাসীর আয়োজনে এই প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ, শিশু-কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম হয়, পাবনার সাপ ডেঙ্গা, দ্বিতীয় হয় হেংলী বুদ পাড়া ও তৃতীয় হয় মহেলা গ্রামের মামা-ভাগনি ভেলা। পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনোয়ার পারভেজ মধুর সভাপতিত্বে ভেলা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুম রানা, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল কবির, আয়োজক কমিটির সদস্য, সাগর হোসেন, সোহেল রানা, নাঈম হোসেন প্রমুখ।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৫)