পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে প্রশাসন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দূর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দীন।
পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থানা পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম প্রমূখ।
অপরদিকে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৫)