এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : চট্টগ্রাম শেরশাহ এলাকায় শাহ আমানিয়া এতিম খানায় এতিমদের জন্য আজ শুক্রবার দুপুরে খানার আয়োজন ও মানবিক করিমের স্ত্রী ও সন্তানের সুস্থতার মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
চট্টগ্রাম শেরশাহ এলাকায় শাহ আমানিয়া এতিম খানায় এতিমদের জন্য শুক্রবার দুপুরে খানা ও দোয়ার আয়োজন করে মানবিক করিম টিম।
এতে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা আব্দুল করিম।
আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ হোসেন জুয়েল, সুবর্ণ চরের কৃতি সন্তান জাহাঙ্গির হোসেন, শহিদুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ পারভেজ এতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সুমন মোল্লা মোহাম্মদ আলম মেহেদী হাসান বাদল আব্দুল কারী সহ আরও অনেকে, মানবিক করিম ভবিষ্যতে এতিমখানায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
গত ১৫ দিন ধরে মানবিক আব্দুল করিমের স্ত্রী গুরুত্বর অসুস্থ্য হয়ে চট্রগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং তার মেয়ে সন্তান ও একই হাসপাতালে ভর্তি ছিলো পরে সকলের দোয়ায় সুস্থ্য হয়ে বর্তমানে বাসাতেই রযেছেন তারা। আব্দুল করিম তার স্ত্রী সন্তানের সুস্থ্যতায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
দীর্ঘদিন ধরে মানবিক আব্দুল করিম চট্রগ্রামে অবস্থিত সুবর্ণচর তথা নোয়াখালী যে কোন অসহায় মানুষের সেবা প্রদানসহ নানা সেবা মূলক কাজ করে যাচ্ছেন।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৫)