সেনাবাহিনীর হাতে আটক চাঁদাবাজদের ছেড়ে দিলেন কর্ণফুলী ওসি!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সেনাবাহিনীর হাতে আটক চার চাঁদাবাজকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম সেতু রোডে কর্ণফুলী এন্টারপ্রাইজের বালি সেন্টারে ১০–১২ জন বহিরাগত প্রবেশ করে চাঁদা দাবি করে।
স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এরা হলেন—আরাফাত হোসেন (২২), তাছিম (২৭), মোবারক (৩২) ও হাফিজুর রহমান লিটন। বাকিরা পালিয়ে যায়।
আটক চারজনকে সেনাবাহিনী কর্ণফুলী থানায় হস্তান্তর করে। তবে অভিযোগ রয়েছে, থানার ওসি মুহাম্মদ শরীফ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই চারজনকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সেনা কর্মকর্তাদেরও বিস্মিত করেছে বলে জানা গেছে।
বিষয়টি জানার জন্য একাধিকবার ফোন করা হলেও ওসি মুহাম্মদ শরীফ কোনো সাড়া দেননি।
কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, “এ ব্যাপারে আমার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মেসার্স কর্ণফুলী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মুবিনুল রশিদ চৌধুরী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে বালির ব্যবসা করছি। কিন্তু কিছু বহিরাগত চাঁদা দাবি করে আমাদের সেল সেন্টারে হামলা চালায়। তারা বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন কেটে দেয় এবং তালা মেরে দেয়।”
তিনি আরও জানান, ঘটনাটি সেনাবাহিনীকে জানানো হলে তারা অভিযানে নেমে চাঁদাবাজদের আটক করে। “কিন্তু থানায় নেওয়ার পর ওসি রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেন,” অভিযোগ করেন তিনি।
কর্ণফুলী এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ করলেও এখনো পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৫)