সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের দেইগাও সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার দেইলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে এলাকার অসহায় ও গরীব মানুষের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। বিশেষজ্ঞ ডাক্তার এই ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় শতাধিক রুগীর স্থাস্থ্য পরিক্ষা নিরীক্ষা করে ঔষধ ও ব্যবস্থা পত্র দেয়া হয়। এবং জটিল রুগীদেকে বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা দিতে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মেডিসিন, ব্রণ, সহ বিভিন্ন রুগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বলে উদ্যেগতারা জানান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা.মো জাহিদুল ইসলাম নবিন এর সার্বিক সহযোগিতায় দিন ব্যাপী ক্যাম্প পারিচালিত হয়। এছাড়া প্রতি তিন মাস পর পর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় বলে ক্যাম্পের উদোগতা মো. হোসেন ইসহাক জানান।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)