রাজন্য রুহানি, জামালপুর : জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় পার্টি জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাকির হোসেন খানের সভাপতিত্বে ও জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহবায়ক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টি জেলা শাখার সদস্য ইঞ্জিনিয়ার মনির আহম্মেদ, সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা নজরুল, জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মীর সামছুল আলম লিপটন, আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, ডা. ইয়াসমিন আলী আকন্দ, কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক, জিল্লুর রহমান বিপু, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, মো. আকরাম হোসেন, জাতীয় যুব সংহতি শহর শাখার সভাপতি মোশাররফ হোসেন, জাতীয় তরুণ পার্টি জেলা শাখার আহবায়ক আব্দুল আল ফারুক, মহিলা পার্টি জেলা শাখার সদস্য সচিব শাহিনা আক্তার লিমা, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সদস্য সচিব ও ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কাজী আকাশ প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির নেতা জাকির হোসেন খান বলেন, বাংলাদেশে প্রভূত উন্নয়ন করেছেন প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ। সেজন্য পল্লীবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক জীবন অনুসরণ করে প্রতিটি নেতাকর্মীর পথা চলা উচিত।

তিনি আরও বলেন, বর্তমান কমিটি দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে নির্বাচনের প্রতি মনোনিবেশ করবেন। দলের ক্ষতি হয় এমন কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। দেশের লোক এখন জাতীয় পার্টির প্রতি আশা-ভরসা রাখছেন। তাই দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীসহ সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)