কালুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে হামলা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশেসাওরাইল গ্রামে মোল্লা ও মন্ডল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে একপক্ষের ৩ জন আহত ও অন্যপক্ষের ৩ টি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন[- ওই গ্রামের মৃত জিয়ারত মোল্লার ছেলে শাহাদাত মোল্লা (৫৫), মৃত কেরামত মোল্লার ছেলে কাসেম মোল্লা (৫৫) ও মৃত জনাব আলী মোল্লার ছেলে নিয়ামুল মোল্লা (৫০)। এদের মধ্যে শাহাদাত মোল্লা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে একই গ্রামের মানিক মন্ডল, মোহম্মদ আলী মন্ডল ও সাত্তার মন্ডলের বসত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদের মধ্যে মানিক মন্ডলের বাড়ি থেকে ২ টি গরু, ৩টি ছাগল ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মন্ডল গ্রুপের জুয়েল রানা ও মোল্লা গ্রুপের হেলাল মন্ডলের মধ্যে অর্থ লেনদেন নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে মাজাইল-সাওরাইল সড়কের মাঝামাঝি স্থানে মন্ডল গ্রুপের লোকজন পরিকল্পিত ভাবে শাহাদাত মোল্লাসহ তিন জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।আজ সকালে মোল্লা গ্রুপের লোকজন একত্রিত হয়ে মন্ডল গ্রুপের মানিক মন্ডলের বাড়িসহ তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুর রহমান বলেন, ঘটনার পর থেকে ওই এলাকার পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ থেকে এখনো লিখত অভিযোগ পাওয়া যাইনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত আছে।
উল্লেখ্য, বিশেসাওরাইল গ্রামে মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন শাহাদাত মোল্লা ও মন্ডল গ্রুপের নেতৃত্ব দেন হেকমত মন্ডল।
(একে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)