শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। 'We are retired but not tired' এই স্লোগানকে সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে, এজিএম আ.ফ.ম আব্দুল আউয়াল কে সভাপতি এবং এজিএম আলম চাঁনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কার্যকরী কমিটি ও ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ মোবারক হোসেন, ডিজিএম, সোনালী ব্যাংক পিএলসি, নারায়ণগঞ্জ কর্পোরেট শাখা। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ আহসানুল কবির, ডিজিএম, প্রিন্সিপাল অফিস নারায়ণগঞ্জ এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন,সভাপতি, কেন্দ্রীয় পরিষদ, ঢাকা।

সভাপতিত্ব করেন আ.ফ.ম.আবদুল আওয়াল,সাবেক সহকারী মহাব্যবস্থাপক ও সভাপতি,আঞ্চলিক কমিটি, নারায়ণগঞ্জ। পৃষ্ঠপোষক,বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ মোফাজ্জল হোসেন,সাবেক জেনারেল ম্যানেজার।

সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত ব্যাংকারদের জন্য এ ধরনের সংগঠন কেবল সামাজিক বন্ধন মজবুত করে না, বরং পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার ভিত্তিও গড়ে তোলে। অবসরের পর আমাদের অভিজ্ঞতা ও কর্মজীবনের অবদান যেন সম্মানের সঙ্গে স্মরণ করা হয় সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

তারা আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে নিয়মিত সভা-সমাবেশ ও বাৎসরিক পিকনিকে অংশগ্রহণের মধ্য দিয়ে অবসর জীবনের একঘেয়েমি কেটে যায় এবং সকলের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। সবাই মিলে আনন্দ-উল্লাসে কাটানো দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে ওঠে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)