রাজন্য রুহানি, জামালপুর : 'টেকসই উন্নয়নে পর্যটন' প্রতিপাদ্যে জামালপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শুরু হয় প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পর্যটনের আকর্ষণীয় স্থানগুলো থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণের অংশ হিসেবে উন্নয়ন সংঘের পর্যটন কেন্দ্র চাইল্ড সিটিতে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ।

অভিযানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

চাইল্ড সিটির প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন, প্লাস্টিক বর্জ্য অপসারণে অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ধান শালিক সংগঠনের সভাপতি শামীম আহমেদসহ উন্নয়ন সংঘের অর্ধশতাধিক কর্মী ও ভলেন্টিয়ার।

প্রায় ৮ একর জায়গা জুড়ে চাইল্ড সিটির প্রাঙ্গণে ঘন্টাব্যপী পরিচ্ছন্নতা অভিযানে প্লাস্টিক ও পলিথিন অপসারণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ বলেন, পর্যটন শিল্পকে আকর্ষণীয় ও সমৃদ্ধ করে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন পণ্য। এছাড়া স্বাস্থ্য ঝুঁকিও সৃষ্টি করে।

আজকের অভিযানের মূল সুর হলো, আমাদের চিন্তা, চেতনায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার না কর দৃঢ়তা তৈরি করা।

পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে জনসচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা বের করা হয়।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৫)