সালথা (ফরিদপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সদরপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর হাই স্কুল মাঠে কৃষ্ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কৃষ্ণপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আবুল কাশেম ফকির বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, ফরিদপুর-২ এর সভাপতি ডাঃ ফজলুল হক, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর কবির, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আনিসুল রহমান। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৫)