রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ফ্যাসিস্ট আমলে সর্বোচ্চ সুবিধাভোগী এবং আওয়ামী পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা।

আজ রবিবার দুপুরে শহরের ফৌজদারি চত্বরে জেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন নূর ইসলাম নূর, শাকিল হাসান, লালন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের ভাতিজা এই মোস্তাফিজুর রহমান বাপ্পী। তিনি আওয়ামী পরিবারের বিস্বস্ত হাতিয়ার হিসেবেও কাজ করতেন। এখন তিনি আওয়ামী পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন। আওয়ামী দোসর বাপ্পীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বাপ্পী জানান, মানববন্ধনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)