স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সারাদেশের ন্যায় পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠান পর্যায়ে গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দক্ষতা এবং আবিষ্কার প্রতিযোগিতা। এদিন সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

অধ্যক্ষ আব্দুল মতিন ডালি'র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলেহাহাট ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (বাংলা) মো. আব্দুর রহিম। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা মন্ত্রাণালয়ের আইন বিষয়ক কর্মকর্তা সাইফুল্লাহ সাদী। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মোট ২০টি স্টলে এই প্রতিযোগিতার ইভেন্ট প্রদর্শন করা হয়। প্রতিযোগিতাটি দেশের ২২৭টি প্রতিষ্ঠানে একই দিনে অনুষ্ঠিত হয়েছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)