স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে জাতিগত সহিংসতা অনতিবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ রবিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এতে বলা হয়, খাগড়াছড়ির শহর গুইমারা বাজার ও শহরতলীতে পাহাড়ি জনগোষ্ঠীর ওপরে আজ রবিবার সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচারে হামলা, ঘরবাড়ি ও উপাসনালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অনেকের গুলিতে আহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরিষদের কেন্দ্রীয় কমিটি অনতিবিলম্বে জাতিগত সহিংসতা বন্ধ, দুষ্কৃতকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)