কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র ও বাসসহ আটক ২

কাপ্তাই প্রতিনিধি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র ও বাস সহ ২ জনকে আটক করা হয়েছে।
(২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ৪১ বিজিবি'র এর অধীনস্থ কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পে বিদ্যমান চেকপোষ্টর মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন তল্লাশী করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্য কর্তৃক বান্দরবান হতে রাঙ্গামাটি গামী সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৫০০ টি দেশীয় অস্ত্র (দা/চাপাতি) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উক্ত বাসের চালক মোঃ শুক্কুর আলী ও চালকের সহকারী মোঃ সাব্বির কে আটক করা হয়। চালক শুক্কুর আলী রাঙ্গামাটির কোতোয়ালি থানার রিজার্ভ বাজার এলাকার জয়নাল আবেদীন পুত্র।
চালকের সহকারি সাব্বির একই এলাকার মোঃ ইউসুফ এর পুত্র। তদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বাসসহ আটক করা হয়। অবৈধ অস্ত্র পরিবহনের দায়ে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য বাসের চালক ও সহকারীকে কাপ্তাই থানা পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে।
(আরএম/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)