হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে সাবেক এমপির আশ্বাস

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া প্রতিনিয়ত ভাঙ্গছে বাড় এরই মধ্যে কয়েক হাজার ঘর বাড়ী বিলিন হয়ে গেছে নদীর পেটে।
তবে এবার নদী ভাঙ্গন রোধ করার আশ্বাস দিলেন, নোয়াখালী ৬ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মাদ ফজলুল আজিম।
২৯ সেপ্টেম্বর (সোমবার) ফজলুল আজিমের হাতিয়ায় আগমন উপলক্ষে চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে পথ সভার আয়োজন করে ২ নং চানন্দী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সঞ্চালনায় এবং চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফসিউল আলম সর্দার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ফজলুল আজিম এসব কথা বলেন তিনি।
পথ সভায় আরো বক্তব্য রাখেন, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন আলো, চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী এম কে বেলাল উদ্দিন, ২ নং চানন্দী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা শরিফ হুজুর, চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, চানন্দী যুবদলের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, বিএনপি নেতা মারজন হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ফজলুল আজিম বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি নদী ভাঙ্গন রোদে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো, সেই সাথে হাতিয়াকে আগের চেয়ে উন্নয়ন, মাদক সন্ত্রাস নির্মূল সহ একটি আধুনিক হাতিয়া উপহার দিবো।
এসময় এম কে বেলাল উদ্দিন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমকে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান এবং ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করান।
বক্তারা অতি দ্রুত নদী ভাঙ্গন রোধে অসহায় মানু্ষকে বাঁচাতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
(আইইউএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)