'ফরিদপুর সদর আসন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা'

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন,'ফরিদপুর সদর আসন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা'। ফরিদপুরের এ আসনটিতে বসাবাসরত সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ কে আজাদের ফরিদপুর শহরস্থ ঝিলটুলির বাসভবনে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সুরবরানন্দ, শ্রীধাম শ্রী অঙ্গনের প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী, ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ রমা সাহা, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ সাহা, সহ-সভাপতি ননী গোপাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, শোভারামপুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, অধ্যাপক রবীন্দ্রনাথ রায়, আব্দুল বাতেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন আনন্দ সাহা।
অনুষ্ঠানে বক্তারা, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সাবেক সংসদ সদস্য এ কে আজাদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
বক্তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার একটি শহর ।
এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারছে। বক্তারা বলেন, এ বছর ফরিদপুর সদর উপজেলায় ১৯৮ টি দুর্গা প্রতিমা স্থাপিত হচ্ছে । দুর্গাপূজা যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
অন্যদিকে, প্রধান অতিথির ভাষণে এ কে আজাদ আরও বলেন, আপনারা বিগত দিনে যে ভালোবাসা দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা শান্তিপূর্ণভাবে নির্ভয় নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করুন দুর্গাপূজা পালনে কোনরকম সমস্যা হবে না বলেই। ফরিদপুরে যেনো সনাতনীরা নির্বিঘ্নে শাদরীয় উৎসব পালন করতে পারেন, সেটির ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনী ও সদর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া আগামী দিনে তার হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ফরিদপুর সদরের বিভিন্ন পূজা মন্দিরের সদস্যবৃন্দ, স্থানীয় সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এ কে আজাদের রাজনৈতিক সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)