দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৯১৫ পিস ইয়াবাসহ শেখ রনি (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ জানায়, অভিযানে হালকা কমলা রঙের মোট ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। আটক শেখ রনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ধর্মদী গ্রামের বাসিন্দা এবং শেখ আজিজুলের ছেলে।

সংস্থাটি আরও জানায়, দীর্ঘদিন ধরে শেখ রনি ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় মাদক সংক্রান্ত ৫টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক নির্মূলে সরকার ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)