সাতক্ষীরায় সৌদি খেজুর গাছ কেটে কৃষকের স্বপ্ন বিনষ্ট করলো দুর্বৃত্তরা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাতের আঁধারে এক কৃষকের সৌদি খেজুর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সৌদিআরব প্রবাসী মিজানুর রহমান ২২ সালের দিকে সৌদি আরবের মরিয়ম খেজুর, আজুয়া খেজুরসহ বিদেশী বিভিন্ন জাতের গাছ বাংলাদেশে পাঠায়। মিজানুর রহমানের স্ত্রী আজমিরা খাতুন ও তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ওলিউল্লাহ ব্রহ্মরাজপুর ইউনিয়নের মানিকতলা এলাকায় জমি লিজ নিয়ে সেখানে খেজুর গাছ রোপন করে। চারাগুলোর বর্তমান বয়স তিন বছরের বেশি। অনুমান এক বছর পরে খেজুর ধরবে।
ক্ষতিগ্রস্ত কৃষক ওলিউল্লাহ জানান ২৮ শে সেপ্টেম্বর সকাল অনুমান ৮ টার সময় খেজুর বাগানে যেয়ে দেখি যে কোন অজ্ঞতব্যক্তিরা আমার খেজুর বাগানে অনুমান ১০০ পিস গাছ কেটে ৩৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ করে। আমার ধারণা কোন শত্রু পক্ষ আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এগুলো করেছে ।
ইতিপূর্বে ২০২৪ সালেও কোন অজ্ঞাত ব্যাক্তি একইভাবে ৩০০ পিচ খেজুর গাছ তুলে নিয়ে যায়। আমার বাগানে বর্তমানে খেজুর গাছের সংখ্যা ৯০০ পিচ। আমি আশেপাশে লোকজনের কাছে শুনে দেখি তারা বলে গভীর রাত্রে অনেক কুকুর ডাকাডাকি করছিল আমার ধারণা কুকুর ডাকার কারণে তারা কিছু কাজ কেটে চলে গেছে। তারা সব গাছ বিনষ্ট করার জন্য এসেছিল। এ বিষয় নিয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
(আরকে/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)