কানাইপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের কানাইপুরে ফরিদপুর-মাগুরা মহাসড়কের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার সহ কমপক্ষে চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ট্রাক ড্রাইভার এর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রীজের কাছে এমন ঘটনা ঘটে। চলতি বছরে এ নিয়ে প্রায় একই স্থানে মুখোমুখি সংঘর্ষের চার-পাঁচটি দুর্ঘটনায় ঘটনা ঘটলো। যাতে বেশকিছু সংখ্যক হতাহতের ঘটনাও ঘটেছে। কিন্তু তথাপিও সংশ্লিষ্টদের এ নিয়ে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ট্রাক ড্রাইভারের অবস্থা গুরুতর। দুর্ঘটনা কবলিত স্থান থেকে বাস ও ট্রাক দুটিকে সরিয়ে ফেলা হয়েছে। ফরিদপুর-মাগুরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(আরআর/এএস/অক্টোবর ১, ২০২৫)