স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের শার্শা সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫)এর লাশ বাংলাদেশে অবস্থানরত তাঁর স্বজনদের দেখানো হয়েছে।

বুধবার দুপুরে সীমান্ত মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এই মানবিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছালে এখানকার স্বজনরা শেষবারের মতো লাশ দেখার জন্য আবেদন জানান। বিষয়টি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে পৌঁছালে উভয়পক্ষের সম্মতিতে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

পতাকা বৈঠকের পর বাংলাদেশি স্বজনদের কাছে প্রয়াত জব্বার মন্ডলের মরদেহ দেখানো হয়। স্বজনরা তাঁকে দেখে নেওয়ার পর মরদেহটি ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। এরপর স্বজনরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

(এসএমএএ/এএস/অক্টোবর ০২, ২০২৫)