সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৫ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৫জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (পহেলা অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা চারজন নারী, ছয়জন পুরুষ ও পাঁচজন শিশুকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। রাত ৯টার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে তলুইগাছা ক্যাম্পের সুবেদার আবুল কাশেম একটি সাধারণ ডায়েরী করেন।
সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, আটক বাংলাদেশী নাগরিকরা গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। পহেলা অক্টোবর বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন। রাত ৯টায় তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
হস্তান্তরকৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭), তার ছেলে মিলন গাজী (১৯), একই উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মালেক সরদারের ছেলে জাফরুল ইসলাম (৩৮), জাফরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮), তার ছেলে জামসেদ আলী (১২), তাদের মেয়ে জিম সুলতানা(০৩), একই উপজেলার ৪নং কয়রা গ্রামের ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (১৯), এলেম সরদারের স্ত্রী আকলিমা খাতুন (৪৪), তাদের মেয়ে আছিয়া খাতুন (১১), একই উপজেলার মহারাজপুর গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী রওশান আরা বেগম (৩৮), আহসান হাবিবের ছেলে সোহান গাজী (০৫), একই জেলার ডুমুরিয়া উপজেলার সাহসজয়খালি গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল(১২), বক্কর সরদারের মেয়ে রেশমা খাতুন (২২) ও সবুজ মোড়লের মেয়ে রাজিয়া খাতুন (০৭), আটককৃত ফজিলা খাতুন জানান, তারা ২০ বছরের ও বেশি সময় ধরে অবৈধপথে ভারতে যেয়ে শ্রমিক হিসেবে কাজ করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, বুধবার রাত ৯টার দিকে ১৫জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের ঠিকানা যাঁচাই করে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
(আরকে/এএস/অক্টোবর ০২, ২০২৫)