সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বর্জনা গ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির ও শ্মাশান ঘাটের জন্য জমিদাতা রতন চন্দ্র দে কে এলাকাবাসী গণ সংবর্ধনা দিয়েছেন। শারদীয় র্দূগা পুজার শেষ দিন রাতে বর্জনা রঙ্গময়ী কালী ও দুর্গা মন্দিরে শত শত হিন্দু ধম্মাবলী নরনারী সমন্বনয়ে এ দানবীরকে সংবর্ধনা দেয়া হয়।

ন্দির কমিটির সভাপতি বাবু দিলীপ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও বাবু বিমল মজুমদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেস ক্লাবে সাবেক সভাপতি ও কাপাসিয়া শ্রী শ্রী জয়কালী মন্দিরের সহ সভাপতি শ্রী সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামিম, সাংবাদিক মো. আকরাম হোসেন, রিপন, সমাজ সেবক আনোয়ার হোসেন. মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী নিমাই মজুমদার, বাবু ভবেশ মজুমদার, গৌতম মজুমদার, কৃষ্ণ দাস,নয়ন দাস, রিমন চন্দ্র দে, বাদল মিয়া, হৃদয় মজুমদার, সুজন মজুমদার, বিশ্ব দাস, শিশির মজুমদার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় মহিলারা উলু ধ্বনী, শঙ্খ , নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন।

(এসকেডি/এসপি/অক্টোবর ০৩, ২০২৫)