সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের দুর্র্ধষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে মুক্তিপনের দাবিতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় অভিযান কালে বনদস্যুদের ফেলে যাওয়া ইঞ্জিনচালিত নৌযানে তল্লাশি করে ১টি একনালা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে।

উদ্দারকৃত জেলেরা হলেন, মো. মফিজুল ইসরাম (৪২), মো. হাবিবুর রহমান, (৩৭), মো. হাবিব (২৫) ও শাহজাহান গাজী (৪০)। তাদের বাড়ী খুলনার কয়রা, দাকোপ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপনের দাবিতে জিম্মি করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় মোংলা কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা বনদস্যুদের দেখতে পেয়ে তাদের আত্মসমর্পণের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময়ে বনদস্যুরা একটি ইঞ্জিনচালিত নৌযান ও জিম্মি জেলেদের রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা ইঞ্জিনচালিত নৌযানে তল্লাশি করে ১টি একনালা বন্দুক, ২টি এয়ারগান ও বন্দুকের ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে।

এসময় ডাকাতদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকেও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা জানায়, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ায়ে তাদের নির্যাতন করে। উদ্ধারকৃত জেলে ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/অক্টোবর ০৩, ২০২৫)