স্টাফ রিপোর্টার : সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে শিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। সেক্ষেত্রে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।

তিনি বলেন, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনও নির্বাচন করিনি সেসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। কেউ যদি মনে করে নিজের আসন থেকে অন্য কোথাও সে বেশি জনপ্রিয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন ও আন্দোলন একই সাথে দুই প্রস্তুতি নিচ্ছে জামায়াত। আন্দোলনের কারণ ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন।

পিআর পদ্ধতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, আমরা পিআর পদ্ধতির কথা বলেছি, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআরের অনেক পদ্ধতি আছে, সেসব পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু অন্য দলটি মনে করছে তারা যা বলবে তাই হবে। এভাবে তো রাজনীতি হতে পারে না।

তিনি বলেন, ঐকমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে, এটা ভেবেছে বলেই ডাকসু, জাকসু নির্বাচনে ফল পেয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০২৫)