রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাড়ির সর্বস্ব লুট করতে খাবারের সঙ্গে চেতনানাশক স্প্রে করে মিশিয়ে একই পরিবারের দুগ্ধপোষ্য ২ শিশুসহ ৬ জন অচেতন হয়ে পড়েছেন। গত শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বড়খামার গ্রামে এ ঘটনা ঘটে। 

অসুস্থরা হলেন- বড় খামার গ্রামের বাসিন্দা মেহের আলী (৬৫), তার স্ত্রী মোমেনা খাতুন (৫০) ও দুই ছেলে আব্দুর রউফ (৪০) এবং জিয়ারুল (২৬), তাদের শিশু সন্তান জান্নাতুল (৪), মিনারা (২০ মাস)।

প্রতিবেশী নোয়াব আলী বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খাওয়ার কিছু পরই মেহের আলীসহ সবাই অসুস্থ হয়ে পড়েন। তিনিসহ স্থানীয়রা গিয়ে দেখেন সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয় চিকিৎসক আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করে ওই ডাক্তারের চেম্বারে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।”

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। কেউ কিছু নিয়ে গেছে কি না সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)