যশোরে ১৫ লক্ষ টাকার ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর সদর উপজেলাধীন তারাগঞ্জ বাজার এলাকা থেকে মালিকবিহীন ৫ হাজার পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
আজ শনিবার সকালে ৪৯ বিজিবির হাবিলদার মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তারাগঞ্জ বাজার এলাকায় একটি নড়াইল এক্সপ্রেস বাস তল্লাশি করে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় এর কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি।
৪৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ৫ হাজার পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট বর্তমানে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
(এসএ/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)