স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা সদর থেকে চার কিলোমিটার উত্তরে অবস্থিত, পঞ্চগড় -তেঁতুলিয়া হাইওয়ে সড়ক ঘেঁষা দ্বারিকামারি প্রাইমারি স্কুল মাঠে আজ শনিবার বিকালে চার মাইল যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইবেকারে। এতে ৩-১ গোলে গলেহা ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে সাহেব বাজার তিস্তাভাঙ্গা ফুটবল একাদশ। ম্যাচের উদ্বোধন করেন সাজেদা রফিক টি কম্পোপানির ম্যানেজার আসাদুজ্জামান সুজন। মধ্যমাঠ পরিচালনা করেন মনোয়ার হোসেন, সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন শাহজালাল বাবু ও রাশেদ রানা। ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম রবি। দ্বিতীয় ম্যাচে অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর বিকাল চারটায়।

(আরআর/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)