ফরিদপুর-মাগুরা মহাসড়কে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় আহত ৩

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে (ফরিদপুর-মাগুরা) মহাসড়কে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধুখালি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মাগুরা সদরের মোস্তফা (৫৭), ফরিদপুরের সদরপুরের রবিউল ইসলাম রাব্বি (১৮), ফরিদপুরের সালথারইশা শেখ (১৯) বলে জানা গেছে।
আজ শনিবার বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে এই দুর্ঘটনা দু'টি ঘটেছে বলে নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ও মধুখালি থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম নুরুজ্জামান।
দুর্ঘটনার একটি ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালি উপজেলা এলাকায় এবং অপরটি একই সড়কের ফরিদপুর সদর উপজেলা এলাকায় ঘটেছে।
শনিবার বেলা আড়াইটার দিকে উপরোক্ত মহাসড়কের ফরিদপুরের মধুখালি থানা এলাকার মাগুরা থেকে ফরিদপুরগামী একটি খালি ট্রাক (যার রেজি. নং- মাগুরা ট- ১১-০০৫৩) মেসোড়দিয়া মোড়ে স্পিড ব্রেকার অতিক্রম সময় একজন অজ্ঞাত পথচারীকে বাঁচাতে গিয়ে মেছড়দিয়া মোড়ে শাহিনের গ্যারেজের সামনে, রাস্তার বাম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেইনট্রি কড়ি গাছের সাথে জোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার মোস্তফা (৫৭) পিতা মঙ্গল, গ্রাম বন্যাতেলি, থানা ও জেলা মাগুরা এর দু পা ভেঙ্গে গুরুতর যখম প্রাপ্ত হয়। এসময় ট্রাক ড্রাইভার রবিউল ইসলাম রাব্বি (১৮) সাধারণ আঘাতপ্রাপ্ত হয়েছে। আহতদের উদ্ধার করে মধুখালি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেল্পার মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
এদিকে শনিবার বেলা তিনটার দিকে ফরিদপুর সদর এলাকায় এ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্ট ও রয়েল ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিহবনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার সময় রাস্তার পাশে আটকে যায়। এতে বড় ধরণের দুর্ঘটনা ও হতাহতের হাত থেকে রক্ষা পায় ওই বাসের যাত্রীরা। পরে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফরিদপুর ফায়ায় সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে সক্ষম হন। তবে, এখানে কেউ তেমন গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে করিমপুর হাইওয়ে থানা পুলিশ। তবে, এ ঘটনায় দুই থেকে তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এই দু'টি দুর্ঘটনাস্থলেই উপস্থিত থেকে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, দু'টি দুর্ঘটনায়ই খবর প্রায় একই সময়ে পাই। প্রাথমিকভাবে, দুর্ঘটনায় আসল কারণ না জানা গেলেও বৃষ্টিভেজা সড়কে চালকদের বেপরোয়া গতির কারণে এমনটি ঘটতে পারে বলে জানায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
(আরআর/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)